ঢাকাশনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

টেক্সাসে সেমি ট্রাক্টর থেকে ৮ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ জুলাই ২০১৭ , ০৫:৫০ পিএম


loading/img

আমেরিকার টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে একটি সেমি ট্রাক থেকে ৮ জনের মরদেহ  এবং গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

স্যান অ্যান্টনিও পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকামানাস বলেন, শনিবার এক ফোনের প্রেক্ষিতে স্থানীয় ওয়ালমার্টের সামনে পার্ক করা ট্রাক্টর ট্রেলারে ৩৮ জন মানুষকে পাওয়া যায়।

তিনি বলেন, ওয়ালমার্টের এক কর্মচারী কাছ থেকে ট্রাক্টরে থাকা একজন পানি চান। সন্দেহজনক মনে করে তিনি পানি দিতে এসে পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে এসে আমরা ৮ মরদেহ উদ্ধার করি।

বিজ্ঞাপন

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান চার্লস হুড বলেন, আমরা সেমি ট্রাক্টর থেকে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেমি ট্রাক্টরটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না। ঘটনাস্থল থেকে কেউ পালিয়ে গেছে কি না সেটা খতিয়ে দেখছে পুলিশ।

ম্যাকমানাস বলেন, সেমি ট্রাক্টরের ঘটনাটি মানবপাচার সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। ট্রাক্টরটি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের সম্পর্কে যাচাই বাছাই করবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্টরা।

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |